Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

এক নজরে

১০নং নারায়নপুর ইউনিয়নটি জেলা সদর হতে প্রায় ৩০ কিলোমিটার এবং উপজেলা সদর হতে প্রায় ৫ কিলোমিটার দূরে নারায়নপুর বাজার সংলগ্ন কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। এর উত্তর দিকে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন, দক্ষিণে স্বরুপদাহ ইউনিয়ন,পুর্বে হাকিমপুর ইউনিয়ন,  পাতিবিলা ইউনিয়ন ও পশ্চিমে মহেশপুর উপজেলার মান্দার বাড়িয়া ইউনিয়ন।
 
ক) নাম-১০ নং নারায়নপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন-২৮.৭৩ বর্গ কি:মি:
গ) লোকসংখ্যা: ২২০৩৭ জন
ঘ) গ্রামের সংখ্যা: ১৬টি
ঙ) মৌজার সংখ্যা: ১৩টি
চ)হাট/বাজারের সংখ্যা-০৫টি
ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- করিমন , ইজি বাইকের মাধ্যমে।
জ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৫টি
ঝ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১২টি
ঞ) উচ্চ বিদ্যালয়- ৩টি
ট) মাদ্রাসা-৩টি
ঠ) দায়িত্বরত চেয়ারম্যান-মো: রবিউল ইসলাম
ড) গ্রাম সমূহের নাম
 চাদপাড়া, কাদবিলা, গুয়াতলী, মান্দারতলা পাড়া, হোগলডাঙ্গা, মাঙ্গীরপাড়া, বড়খানপুর, কিসমত খানপুর, বুন্দলীতলা, বাটিকামারী, বাদেখানপুর, ভগবানপুর, ইলিশমারি, নারায়নপুর, পেটভরা, হাজরাখানা।
ঢ) ইউনিয়ন পরিষদের জনবল
  নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন
  ইউনিয়ন পরিষদ সচিব: ১জন
.